নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার শামুক খোলা গ্রামের একটি বাওড়ে ডুবে একজন ইমারত নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সৈয়দ তরিকুল ইসলাম (২৫)। সে শামুকখোলা গ্রামের মৃত সৈয়দ আফছার আলীর ছেলে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ তরিকুল ইসলাম রাজমিস্ত্রীর সহকারী হিসাবে কাজ করতেন। গত বুধবার (৮মে) প্রচন্ড তাপদাহের কারনে কাজে না গিয়ে দুপুর ২টার দিকে বাড়ির পাশে একটি বাওড়ের ঘাটে গোসল করতে যায়। তরিকুল গোসল শেষে ফিরে না আসায় তার পরিবারসহ গ্রামের লোকজন বিকাল ৫টার দিকে বিভিন্ন জায়গায় খোজকরে না পেয়ে বাওড়ের ঘাটে পানিতে নেমে খুজতে থাকেন। এক পর্যায় তরিকুলের মৃত দেহ তাদের পায়ে বেঁধে যায়। এলাকাবাসী মৃতদেহটি পানির তলদেশ থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। তরিকুলের মা বেবী বেগম ও স্বজনরা জানান তরিকুল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ছেলের মৃত্যুর ব্যপারে মা বেবী বেগমসহ তার পরিবারের কোন অভিযোগ নাই। লোহাগড়া থানার উপ-পরিদর্শক আবু বকর বিষয়টি নিশ্চিত করে বলেন, তরিকুলের মৃত্যুর ব্যপারে কোন অভিযোগ নাই মর্মে থানায় লিখিত দিয়েছেন।
Be the first to comment on "লোহাগড়ায় পানিতে ডুবে ইমারত শ্রমিকের মৃত্যু"