শিরোনাম

লোহাগড়ায় পালের বাড়িতে দুর্বৃত্তের আগুন ॥ আতংকিত হিন্দু পরিবার

লোহাগড়ায় পালের বাড়িতে দুর্বৃত্তের আগুন ॥ আতংকিত হিন্দু পরিবার

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কুন্দশী পাল পাড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি হিন্দু পরিবারের পালেংগা ও গোয়াল ঘরসহ খড়ের পালা পুড়ে গেছে। এ সময় দুটি গবাদী পশুর চামড়া আগুনে ঝলসে গেছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের ঘটনায় পাল পাড়ার হিন্দু পরিবার গুলো আতংকিত হয়ে পড়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের কুন্দশী পাল পাড়ায় মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে নিরোধ পালের পালেংগা ও গোয়াল ঘর, পরিতোষ এবং প্রফুল্ল পালের দুটি নাড়ার পালায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকাবাসী ও লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পালেংগা ঘরে থাকা যাবতীয় মালা মাল পুড়ে গেছে। দুটি গবাদী পশুর গায়ের চামড়া ঝলসে যায়। খবর পেয়ে রাতেই লোহাগড়া থানা পুলিশ এবং বুধবার (২৩ নভেম্বর) সকালে নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, পৌর মেয়র আশরাফুল আলম ও স্থানী আ’লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ সাংবাদিকদের বলেন, হিন্দু এলাকার বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারী ভাবে সহায়তা করার ঘোষণা দেন।
এ দিকে কুন্দশী পাল পাড়ার মহাদেব বিশ্বাস, নিমাই পাল, মহাদেব পাল, তপন পাল অভিযোগ করে বলেন, গত ৩ নভেম্বর পাল পাড়ার জয়ন্ত পালের পরিত্যক্ত বাড়িতে এবং পরিতোষ পাল ও শিবু পালের খড়ের পালায় অগ্নি সংযোগের ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় হিন্দু পরিবার গুলো আতংকিত হয়ে পড়েছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় পালের বাড়িতে দুর্বৃত্তের আগুন ॥ আতংকিত হিন্দু পরিবার"

Leave a comment

Your email address will not be published.


*