নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ একজন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা র্যাব-২ এর একটি দল। পুলিশ ও র্যাব সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় নিজস্ব গোয়েন্দা ও সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জোনের র্যাব-২ কোম্পানী কমান্ডার মেজর আতাউর রহমানের নেতৃতে ১৯ সদস্যের একটি টিম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মৃত কওছার মুসল্লির ছেলে এনায়েত মুসল্লি (২৫) কে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি ম্যগাজিনসহ উপজেলার নিরিবিলি পিকনিক স্পট গেটের সামনে থেকে আটক করে।
ঘটনার বিবরনে আরো জানা যায়, র্যাব-২ এর নিজস্ব গোয়েন্দা টিমের সদস্যরা তাদেও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পেশাদার ছিনতাই কারিদের সাথে মাস খানেক ধরে সখ্যতা গড়ে তোলে। র্যাবের সাদা পোশাকের একটি টিমকে ব্যাবসায়ী সাজিয়ে তাদের নিকট ৯০ লক্ষ টাকা নিয়ে গোপালগঞ্জ যাচ্ছে মর্মে মোবাইলে বার্তা পাঠায়। ছিনতাইকারী ৩ জনের দল একটি মটর সাইকেলে চেপে পূর্ব নির্ধারিত স্থানে পৌছানোর আগেই র্যাবের সাদা পোশাকের খন্ড টিম সেখানে অবস্থান নেয়। নতুন মুখের আনাগোনায় স্থানীয়দের সন্দেহ হলে সাদা পোশাকে র্যাব তোপের মুখে পড়ে। তাতে অপারেশন কিছুটা বাধাগ্রস্থ হয়। সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা মটর সাইকেলে করে পালানোর সময় এনায়েতকে ফেলে দু’জনে পালিয়ে যায়। র্যাব পিছনে পিছনে দু’জনকে ধাওয়া করলেও তাদের আটকাতে পারেনি। র্যাবের ধাওয়ায় এনায়েত পার্শ্ববর্তি কওছার ফকিরের পুকুরে পড়ে। সেখান থেকে তাকে আটক করে নড়াইল সদরে নেওয়া হয়। নড়াইলে জিজ্ঞাসাবাদ করলে তার স্বিকারোক্তিতে কওছার ফকিরের পুকুরে দুটি পিস্তল আছে বলে জানায়। পুকুরে তল্লাশী করলে একটি ম্যাগাজিনে তিনটি গুলিসহ একটি পিস্তল পাওয়া যায়। ধৃত আসামী এনায়েতকে পিস্তল ম্যাগাজিন গুলিসহ রাত নয়টার দিকে লোহাগড়া থানায় সোর্পদ করা হয়। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা ও ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় বিদেশী পিস্তলসহ ছিনতাইকারী আটক
লোহাগড়ায় বিদেশী পিস্তলসহ ছিনতাইকারী আটক
Be the first to comment on "লোহাগড়ায় বিদেশী পিস্তলসহ ছিনতাইকারী আটক"