নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচইগ্রামে রোববার (৬জানুয়ারী) সন্ধা ৭টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা গেছে,উপজেলার চাচইগ্রামের মৃত শেখ কালা মিয়ার ছেলে আব্দুর রব শেখ’র বাড়িতে গত রোববার সন্ধা ৭টার দিকে গোয়াল ঘরের পাশে ফেলে রাখা ছাইগাদা থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা এলাকাবাসীর। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে লোহাগড়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিদগ্ধে গোয়ালসহ দু’টি ঘর,৪টি গরু,১টি ছাগল ও ৪০/৫০টি হাস-মুরগি মারা গেছে বলে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু শেখ,নিশ্চিত করেছেন।
লোহাগড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আইয়ুব হোসেন জানান, ঘরের পাশে খড়ের পালার অদুরে ফেলে রাখা ছাইগাদা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষাধিক টাকা।
Be the first to comment on "লোহাগড়ায় ভয়াবহ অগ্নিকান্ড ৫টি গবাদীপশু অগ্নিদগ্ধ,তিন লক্ষাধিক টাকার ক্ষতি"