রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে দোকান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৫’শ এমএল ওজনের এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, দশ হাজার মাস্ক ও বিশ হাজার জনসচেতনতামূলক লিফলেট বিতরন করেছেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স অফিসার্স কল্যাণ সমিতির সদস্য সচিব মাহফুজুর রহমান মাসুদ দম্পতি। বৃহস্পতিবার (২৫জুন) সকালে লোহাগড়া বাজার বণিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি শরিফুল আলমের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ আব্দুস ছালাম খান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লি: খুলনা শাখার ব্যবস্থাপক এ টি এম সালাহউদ্দীন প্রমুখ। এ দিকে শুক্রবার লক্ষীপাশা বাজারে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরন করেন সমাজসেবক ইকতিয়ার রহমান, ব্যবসায়ী সাঈদ আলম শিপলু, যুবলীগ নেতা ছদরউদ্দিন শামীম, ডলার মাহমুদ ও ওবায়দুর রহমান বালাম প্রমুখ।
উল্লেখ্য মহামারী করোনা ভাইরাসের শুরুতে লোহাগড়া পৌর এলাকায় লকডাউনে ঘরে আটকাপড়া প্রায় তিনহাজার অসচ্ছল পরিবারের মাঝে কয়েকটি ধাপে চাল, ডাল, দুধ, চিনি, সেমাই ও শিশুখাদ্য বিতরণ করেছেন এ দম্পতি।
লোহাগড়ায় মাহফুজ দম্পতির বিপুল পরিমান হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক ও লিফলেট বিতরন

Be the first to comment on "লোহাগড়ায় মাহফুজ দম্পতির বিপুল পরিমান হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক ও লিফলেট বিতরন"