নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া পৌর শহরের গোপীনাথ পুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার খান (টুকু) ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার খান টুকু সম্প্রতি নিউমোনিয়া ও লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার বিকাল সাড়ে ৪টায় বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার খান টুকুকে লক্ষীপাশা আল মারকাজুল মসজিদ চত্ত্বরে লোহাগড়া থানার এস আই সৈয়দ আলীর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রদীপ্ত রায় দীপন ও লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মো: আ: হামিদসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। পরে জানাযা শেষে তাকে লক্ষীপাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
গোলাম সরোয়ার খানের মৃত্যুতে লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, এ্যাডভোকেট শরীফ মাহাবুবুল করিম, কাজী বসিরুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া, আ’লীগ নেতা সলিমুল্লাহ পাপ্পু, সৈয়দ শরীফুল ইসলাম সরু, বাবন শেখ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ।
Be the first to comment on "লোহাগড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার খান"