নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ৮দলীয় শেখ রাসেল স্মৃতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের সরকার পাড়া কিশোর একাদশ বনাম মোচড়া কিশোর একাদশের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর শুরু হয়ে ২৭ ডিসেম্বর টুর্নামেন্ট শেষ হয়। শুক্রবার দুপুরে মোচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সরকার পাড়া কিশোর একাদশ বনাম মোচড়া কিশোর একাদশের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় মোচড়া কিশোর একাদশ ১০৮ রানের জবাবে সরকার পাড়া কিশোর একাদশ ৮৮ রান করে বিজিত হয় । উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ও লোহাগড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ প্লাবনের পরিচালনায় পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আকবর আহম্মেদ । বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক আবু আব্দুল্লাহ, লোহাগড়া কারিগরী কলেজের জীবি সদস্য সাজ্জাদ হেসেন প্রমুখ। বিজয় ও বিজিত দলকে ১টি করে এলইডি টেলিভিশন এবং বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে বিজয়ী ট্রপি ও নগদ ৫০ টাকা প্রদান করা হয়।
লোহাগড়ায় শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Be the first to comment on "লোহাগড়ায় শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত"