নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দূর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং কমিটির সম্মনয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম। থানার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলার পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা পুলিশিং’র সদস্য সচিব কাজী হাফিজুর রহমান, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, কোটাকোল ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসেন হিমু, আ’লীগ নেতা আব্দুল হাই সরদারসহ পৌরসভার কাউন্সিলর, ইউপি মেম্বর, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও গ্রাম্য পুলিশসহ স্থানীয়রা ।
লোহাগড়ায় সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও দূর্নীতি বিরোধী সভা অনুষ্টিত
লোহাগড়ায় সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও দূর্নীতি বিরোধী সভা অনুষ্টিত
Be the first to comment on "লোহাগড়ায় সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও দূর্নীতি বিরোধী সভা অনুষ্টিত"