নিউজ ডেস্ক ॥ দক্ষিন-পশ্চিমাঞ্চলের পাঠক প্রিয় দৈনিক গ্রামের কাগজ পত্রিকার নিজস্ব কার্যালয় পোষ্ট অফিস পাড়া যশোর গত শনিবার (৩ফেব্রুয়ারী) দিন ব্যাপি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামানের পরিচালনায় সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম। অনুষ্টানের শুরুতে সম্পাদক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে প্রতিনিধিদের পরিচয় পর্ব শেষে মুল আনুষ্ঠানিকতা শুরু হয়। মফস্বল সাংবাদিকতায় সংবাদ সংগ্রহে বিভিন্ন প্রতিবন্ধকতা, প্রকাশিত সংবাদে ঝুকি এবং আইন মন্ত্রনালয়ে সদ্য পাশ হওয়া ৩২ ধারার বিষয়টি তুলে ধরে বক্তব্য দেন প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২৮জন সাংবাদিককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেষ্ট সাংবাদিকদের হাতে তুলে দেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকের মধ্যে লোহাগড়া প্রতিনিধি শাহজাহান খান সাজু, পঞ্চম স্থান অধিকার করেছেন।
মফস্বল সাংবাদিকতায় তার এই সাফল্যে লোহাগড়ায় গ্রামের কাগজ প্রত্রিকার পাঠক,শিক্ষক সমাজ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজ ধন্যবাদ জানিয়ে তার সাফল্য কামনা করেছেন।
লোহাগড়ায় সাংবাদিক শাহজাহান সাজুকে সম্মাননা প্রদান

Be the first to comment on "লোহাগড়ায় সাংবাদিক শাহজাহান সাজুকে সম্মাননা প্রদান"