শিরোনাম

লোহাগড়ায় সাড়ে চারশ’ শিশুদের খাদ্য পৌছে দিলেন,সুদর্শন কুন্ডু ছোটন

লোহাগড়ায় সাড়ে চারশ’ শিশুদের খাদ্য পৌছে দিলেন,সুদর্শন কুন্ডু ছোটন

নিউজ ডেস্ক ॥ করোনাকালে নড়াইলের লোহাগড়ায় শিশুদের খাদ্য সহযোগিতায় এগিয়ে এসেছেন লোহাগড়া বাজারের তরুণ ব্যবসায়ী সুদর্শন কুন্ডু ছোটন। তিনি তার নিজস্ব অর্থ্যায়নে পৌরসভার ১ নং ওয়ার্ডের চোরখালি, জয়পুর, ছাতরা, কৃষ্ণপুর, গোফাডাঙ্গা ও পার ছাতরা গ্রামের সাড়ে চারশ’ অসহায় ও দরিদ্র পরিবারের শিশু সন্তানদের জন্য শিশুখাদ্য সহায়তা করেছেন। এ উপলক্ষে বুধবার ( ৬ মে) জয়পুর পরশমনি মহাশ্বশান চত্বরে শিশুখাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সহায়তা প্রদান করেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস, ব্যাংকার বলদেব কুমার বিশ্বাস, সমাজসেবক সুবোল বিশ্বাস, হাফিজার শিকদার, বদরুল আলম বদু, গৌতম দেওয়ান, ননী মন্ডল, কমলেশ চন্দ্র কানু দাস প্রমুখ। পৌর শহরের ছাতরা গ্রামের তরুণ ব্যবসায়ি সুদর্শন কুন্ডু ছোটন জানান, করোনাকালে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সহযোগিতা করা হলেও শিশুদের খাদ্য নিয়ে অনেক পরিবার কষ্টে রয়েছেন। অবহেলিত ও উপেক্ষিত শিশুদের কথা বিবেচনা করে তাদের জন্য খাদ্য সহায়তা করা হয়েছে। এসব খাদ্যের মধ্যে রয়েছে একটি বায়োমিল দুধ, প্রয়োজনীয় চিনি, সুজি ও একটি সাবান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সাড়ে চারশ’ শিশুদের খাদ্য পৌছে দিলেন,সুদর্শন কুন্ডু ছোটন"

Leave a comment

Your email address will not be published.


*