শিরোনাম

লোহাগড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী দেবু আটক

লোহাগড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী দেবু আটক

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় এক’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস ও আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার সিএন্ডবি কুন্দশীর রাহুল হেয়ার কাটিংয়ে অভিযান চালিয়ে সেলুনের মালিক দেবু সরকারকে আটক করেন। আটক দেবু পৌর শহরের কুন্দশী গ্রামের শ্রীবাস চন্দ্র সরকারের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দেবু সরকার পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যাবসায়ী।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী দেবু আটক"

Leave a comment

Your email address will not be published.


*