নিউজ ডেস্ক ॥ আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সপ্তম ধাপের পৌরসভা নির্বাচনে নড়াইলের লোহাগড়া পৌরসভায় সৈয়দ মসিয়ুর রহমান নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মসিয়ুর জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ মোশাররফ হোসেনের ছেলে। পিতার মৃত্যুর পর তিনি ১৯৯৭ সালে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এবারই প্রথম দলীয় মনোনয়ন পেলেন।
বৃহস্পতিবার (৭অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া স¦াক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
এক প্রতিক্রিয়ায় সৈয়দ মসিয়ুর রহমান জানান, ‘মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন’।
লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার মাঝি

Be the first to comment on "লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার মাঝি"