নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে রোববার (১০ অক্টোবর) বিকালে স্থানীয় একটি হোটেলে ১১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর কর্মী সম্মেলনের মাধ্যমে উপজেলার কাশিপুর, দিঘলিয়া, ইতনা ও নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। কাশিপুর ইউনিয়নে মো: মিরাজুল ইসলামকে আহবায়ক, ওলিয়ার রহমান সদস্য সচিব, দিঘলিয়া ইউনিয়নে হাফিজুর রহমান বাল্লক আহবায়ক, রিজাউল করিম পটু সদস্য সচিব, ইতনা ইউনিয়নে শেখ পলাশ আলী আহবায়ক, সরদার তানভীর হোসেন অনু সদস্য সচিব ও নোয়াগ্রাম ইউনিয়নে আহবায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব মশিয়ার রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম,সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, সদস্য এসএম আবু হায়াত সাবু, মো: বাকি বিল্লাহ, রেজাউল করিম মিন্টু, যুবদলের আহবায়ক খান মাহমুদ হোসেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এস এ সাইফুল্লাহ মামুন, যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েল, যুগ্ন আহবায়ক মো: শেখ পারভেজসহ উপজেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে উপরোক্ত ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন হয় বলে উপজেলা বিএনপি নিশ্চিত করেছে। দলের এই দুর্দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করে সংগঠনকে শক্তিশালী করার আহব্বান জানান বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতারা
Be the first to comment on "লোহাগড়া বিএনপির ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন"