নিউজ ডেস্ক : শরীয়তপুরের রামভদ্রপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাউর রহামান এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই আসামি গোবিন্দ চন্দ্র কবিরারজ ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের বাড়ির মন্দিরে পূজা করার সময় ছেলের বউ অর্চনা কবিরাজকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার দৃশ্য দেখে ফেলায় ভাইয়ের বউ রানী বালাকেও একই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে গোবিন্দ। ওইদিনই নিহত অর্চনার স্বামী লাল মোহন কবিরাজ বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে জেলা ও দায়রা জজ আতাউর রহমান গোবিন্দ চন্দ্র কবিরাজকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাড. মির্জা হযরত আলী বলেন, “এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।” আসামী পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম কাসেমের দাবি, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত নয়। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
Be the first to comment on "শরীয়তপুরে জোড়া খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড"