নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় ৫০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রবিবার সকালে বিমানবন্দরের পৃথক দুটি জায়গা থেকে এসব সিগারেট জব্দ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বলেন, ভোর ৬টায় কাতার থেকে আসা কিউআর-৬৩৪ ফ্লাইটে মোহাম্মদ মামুন উদ্দিন নামে এক যাত্রী বিমানবন্দরে আসে। পরে বেল্ট এরিয়া থেকে তার ১৫৩ কার্টনের দু’টি ব্যাগ জব্দ করা হয়। অপরদিকে, একই সময়ে কুয়েত থেকে কিইউ-০৬৭২ ফ্লাইট আসে। ফ্লাইটের যাত্রীরা বেল্ট এরিয়ায় ফেলে যাওয়া ১২টি ব্যাগ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্মকর্তারা।
তিনি আরও জানান, প্রথম ফ্লাইটে ১৫৩ কার্টনে ৩০ হাজার ৬০০ এবং দ্বিতীয় ফ্লাইটে ১ লাখ ৪০ হাজার ৮০০ শলাকাসহ মোট ১ লাখ ৭১ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করা হয়।
Be the first to comment on "শাহজালালে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ"