নিউজ ডেস্ক : শাহরুখ খানের অনুরাগী তিনি। তাই নায়কের জন্য হরিণের চামড়ার স্পেশাল জুতো তৈরি করতে চেয়েছিলেন। বন্যপ্রাণীর চামড়া দিয়ে জুতো তৈরি করতে চাওয়ার অপরাধে জেল হল পাক জুতো বিক্রেতা জাহাঙ্গির খানের।
জানা গিয়েছে, শাহরুখের জন্য জুতো তৈরি করতে হরিণের চামড়া জাহাঙ্গির ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও বন্যপ্রাণী দফতর ৷ যদি জানা যায় তিনি ইতিমধ্যেই হরিণ মেরে চামড়া জোগাড় করে ফেলেছেন তাহলে জরিমানা তো দিতেই হবে এমনকী বন্যপ্রাণী সংক্রান্ত আইনে শাস্তিও পেতে পারেন জাহাঙ্গির৷
স্থানীয় এক পুলিশ আধিকারিকের কথায়, ‘‘জাহাঙ্গির শাহরুখ খানের বড় ভক্ত। তিনি হরিণের চামড়া দিয়ে তৈরি স্পেশাল পেশোয়ারি স্যান্ডেল গিফট করতে চেয়েছিলেন বলিউড তারকাকে। সেটা সকলকে বলেছিলেন। সেখান থেকেই খবর ছড়ায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গিরকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Be the first to comment on "শাহরুখের জন্য জেলে পাক ভক্ত"