শিরোনাম

শ্যামল কান্তিকে হুমকি দেয়া ফেসবুক পেইজ বন্ধ, তদন্ত চলছে

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেয়া ফেসবুক পেইজ ‘সালাউদ্দিনের ঘোড়া’ বন্ধ করে দেয়া হয়েছে। তবে কে বা কারা পেইজটি বন্ধ করেছে তা জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও এ বিষয়ে কিছু জানায়নি।

এর আগে শুক্রবার রাতে ‘ধর্ম অবমাননার অভিযোগে’ শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর ওই ফেসবুক পেইজ থেকে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি উল্লেখ করে শনিবার গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই পেইজটি আর খোলা যাচ্ছিল না। আইন-শৃঙ্খলা বাহিনীর এবং পুলিশের সাইবার ক্রাইম টিমের কেউ পেইজটি বন্ধের বিষয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে, হুমকির বিষয়টি মাথায় রেখে রোববার ঢামেক হাসপাতালে শ্যামল কান্তির নিরাপত্তা আরো বৃদ্ধি করেছে পুলিশ।

শাহবাগ থানা ওসি আবুবকর সিদ্দিক জানান, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কারা এই হুমকির সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

উল্লেখ্য, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি দেওয়া হয় ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজ থেকে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শ্যামল কান্তিকে হুমকি দেয়া ফেসবুক পেইজ বন্ধ, তদন্ত চলছে"

Leave a comment

Your email address will not be published.


*