শ্রাবন্তীর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান কৃষ্ণ ব্রজ

নিু্জ ডেস্ক : আগামী ৮ জুলাই টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে ভারতের নামী সুপারমডেল কৃষ্ণ ব্রজের বাগদান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভারতীয় অনলাইন পোর্টাল এবেলাকে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণ ব্রজ বলেন, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কটা খুব স্পেশাল। ও আমার জীবনে অনেকটা বড় জায়গা নিয়ে আছে। আমার মনে হয় যদি সত্যিই ভাল কিছু থাকে আমাদের মধ্যে তবে অযথা দেরি করে কী লাভ? শ্রাবন্তীর সঙ্গে সারা জীবনটা কাটাতে চাই। এই সিদ্ধান্ত যখন নিয়েছি তখন আর কেন দেরি করব?

শ্রাবন্তীর সঙ্গে প্রথম দেখা হওয়া প্রসঙ্গে তিনি জানান, এক বছর আগে ল্যাকমে ফ্যাশন উইকে আমাদের দেখা। আমি তো মডেল হিসেবে ছিলামই। ও এসেছিল ওর আত্মীয়দের সঙ্গে, ফ্যাশন উইক দেখতে। তারপর আমাদের আলাপ হয়, বন্ধুত্ব হয়।

এবারের ঈদে দুই বাংলায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’। ছবিতে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী শ্রাবন্তীকে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শ্রাবন্তীর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান কৃষ্ণ ব্রজ"

Leave a comment

Your email address will not be published.


*