নিউজ ডেস্ক : পোর্ট এলিজাবেথে বক্সিং ডে টেস্টে শ্রীলঙ্কার সামনে বড় টার্গেট দিতে যাচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৪৩২ রানে এগিয়ে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৫১ রান তুলে দিন শেষ করে। এই ইনিংসে ওপেনার স্টিফেন কুক ১১৭, ডিন এলগার ৫২ ও হাশিম আমলা ৪৮ রান করেন। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসের শতরানের জুটি গড়েন কুক ও এলগার।
এর আগে, ৭ উইকেটে ১৮১ রান নিয়ে দিন শুরু করে ২০৫ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার ভারনন ফিলান্ডার ৪৫ রানে ৫ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২৮৬ ও ৩৫১/৫, ৮০ ওভার (কুক ১১৭, এলগার ৫২, ডি সিলভা ২/৭৪)।
শ্রীলঙ্কা : ২০৫/১০, ৬৪.৫ ওভার (ডি সিলভা ৪৩, ম্যাথুজ ৩৯, ফিলান্ডার ৫/৪৫)।
Be the first to comment on "শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা"