নিজস্ব প্রতিবেদক : গুলশানে একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্ভুদ পরিস্থিতি নিয়ে আজ শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি জানা গেছে।
প্রধানমন্ত্রীর দফতর সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে গুলশানের রেস্তোরাঁয় হামলার সর্বশেষ অবস্থা জাতির কাছে তুলে ধরতে পারেন। তাঁর বক্তব্যে জঙ্গীদের প্রতিরোধ করার ডাকও আসতে পারে। সিদ্ধান্ত শেষ পর্যন্ত পরিবর্তন না হলে আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
Be the first to comment on "সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ"