নিউজ ডেস্ক : সকালেই জানা গিয়েছিল আজ বুধবার সন্ধ্যা নাগাদ গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছেন মোস্তাফিজুর রহমান। এরপরই ডাক্তারদের দেওয়া ব্যবস্থাপত্র এবং সূচি ধরে চলবে তার রিহ্যাব। সে অনুযায়ী আজ সন্ধ্যায় সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে এলেন বাংলাদেশের কাটার মাস্টার। নিজের বাড়ি থেকে প্রাইভেটকারে করে সোজা তিনি চলে যান যশোর বিমান বন্দরে। সেখান থেকে বিমানে করে এসে সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান। জানা গেছে, আপাতত বিসিবি একাডেমি ভবনেই অবস্থান করবেন তিনি। আপাতত ঢাকায় নিজের কোন বাসা না থাকার কারণে একাডেমি ভবনেই থাকবেন তিনি। সকালেই বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন, ‘লন্ডন থেকে দেশে ফেরার পর এক সপ্তাহের ছুটিতে সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িত ছিলেন মোস্তাফিজ। এ সময়টা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও নিজে নিজেই কিছু সাধারণ অনুশীলন আর রিহ্যাব করবে। ছুটি কাটিয়ে ঢাকা ফেরার পর মূলত ফিজিওর কাজ শুরু হবে মোস্তাফিজকে নিয়ে।’
সন্ধ্যায় ঢাকা ফিরলেন কাটার মাস্টার মুস্তাফিজ

Be the first to comment on "সন্ধ্যায় ঢাকা ফিরলেন কাটার মাস্টার মুস্তাফিজ"