নিউজ ডেস্ক : গত রাতের ম্যাচে তামিম ইকবাল আর ক্রিস গেইলের তাণ্ডব সহ্য করে আজ সোমবার দিনের একমাত্র খেলায় রাজশাহী কিংসের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়।
এর আগে প্রথম দেখায় রংপুরকে হারিয়েছিল রাজশাহী। টুর্নামেন্টের শুরুতে ভালো না করলেও চট্টগ্রাম পর্ব থেকে ছন্দে ফিরেছে ড্যারেন স্যামির দল। অধিনায়কের নৈপুণ্যে টানা তিন ম্যাচ জিতেছে দলটি। যদিও ৮ ম্যাচে ৪ জয়ে তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে।
অন্যদিকে খুলনা টাইটান্সের কাছে শীর্ষস্থান হারিয়ে গতকালের ম্যাচের পর পয়েন্ট তালিকার চার নম্বরে চলে এসেছে নাঈম ইসলামের দল রংপুর রাইডার্স। জ্বলে ওঠার আভাস দিয়েও ছন্দপতন ঘটছে আইকন প্লেয়ার ড্যাশিং ওপেনার সৌম্য সরকারের ব্যাটে। তবে ছন্দ ধরে রেখেছেন শেহজাদ-মিঠুন আলীরা। সৌম্যর ঝলক দেখা যাচ্ছে না এখনও। প্রথম দেখায় রাজশাহীর কাছে হেরেছিল রংপুর। তাই আজ প্রতিশোধের ম্যাচও বটে।
ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন এবং সনি ইএসপিএন এ।
Be the first to comment on "সন্ধ্যায় মুখোমুখি রংপুর-রাজশাহী"