নিউজ ডেস্ক : গ্রেফতারকৃত পাঁচ জঙ্গির সরকারি কোনো স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আনোয়ার লতিফ খান।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মঙ্গলবার (২১ মার্চ) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার (২০ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা এলাকায় রাতভর অভিযান চালিয়ে ওই পাঁচ জঙ্গিকে সদস্যকে আটক করেন ৠাব-১০ এর সদস্যরা।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে র্যাব-১০ এর সিনিয়র এএসপি (সহকারী পুলিশ সুপার) কামরুল হাসান জানান, সোমবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Be the first to comment on "‘সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের’"