শিরোনাম

সরফরাজের সেঞ্চুরির পরও পাকিস্তানের হার

নিউজ ডেস্ক :  দাপট দেখিয়ে যতই টেস্টে শীর্ষস্থানে উঠুক, ওয়ানডেতে সেই আগের মতোই পাকিস্তান। ৪ ম্যাচ টেস্ট সিরিজ দুর্দান্তভাবে শেষ করলেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় হার আজহার আলি বাহিনীর। শনিবার রাতে পাকিস্তানকে ৫ উইকেকে হারিয়ে সিরিজে ২-০ তে লিড নিয়েছে ইংলিশরা। যদিও শুরুর বিপর্যন্ত কাটিয়ে সরফরাজ আহমেদের সেঞ্চুরির ওপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। তবে দিন শেষে হাসি অবশ্য থাকেনি সরফরাজের।

এদিন, টস জিতে ব্যাট করতে নেমে সফরকারী পাকিস্তান ৪৯.৫ ওভারে ২৫১ রানে অলআউট হয়। দলীয় ৬৬ রানেই সাজঘরে ফেরেন টপঅর্ডারের চার ব্যাটসম্যান সামি আসলাম, শারজিল খান আর দলপতি আজাহার আলি। চার নম্বরে নামা বাবর আজম ৩০ রান করেন। আর পাঁচ নম্বরে নেমে শতক হাঁকান সরফরাজ আহমেদ। মূলত উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের ১০৫ রানই পাকিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সাহায্য করে। এছাড়া, শোয়েব মালিক ২৮ রান করে বিদায় নেন। আর ৭০ বলে ৫টি চার, একটি ছক্কায় অপরাজিত ৬৩ রান করেন ইমাদ ওয়াসিম।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট দখল করেন মার্ক উড এবং ক্রিস উকস। দুটি উইকেট তুলে নেন লিয়াম প্লাংকেট, একটি উইকেট পান আদিল রশিদ।

২৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনার জ্যাসন রয় শূন্য রানেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার অ্যান্ড্রু হেলস ১৪ রান করেন। চার নম্বরে নামা দলপতি ইয়ন মর্গান করেন ৬৮ রান। বেন স্টোকসের ব্যাট থেকে আসে ৪২ রান। তিন নম্বরে ব্যাট হাতে নামা জো রুট ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন। তার ১০৮ বলে সাজানো ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারির মার। মঈন আলি অপরাজিত থাকেন ২১ রানে। ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট পান ইমাদ ওয়াসিম। আর একটি করে উইকেট দখল করেন মোহাম্মদ আমির, হাসান আলি আর ওয়াহাব রিয়াজ। ইয়াসির শাহ এবং শোয়েব মালিক কোনো উইকেট পাননি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জো রুট।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সরফরাজের সেঞ্চুরির পরও পাকিস্তানের হার"

Leave a comment

Your email address will not be published.


*