নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালায় কথিত বন্দুকযুদ্ধে এক খুনের আসামির মৃত্যু হয়েছে, যাকে স্থানীয় চরমপন্থি দলের নেতা বলছে পুলিশ।
শুক্রবার সকালে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চারাবটতলায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান।
নিহত মোজাফফর সানা দোহার গ্রামের আবদুল গফফার সানার ছেলে। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি সানা গ্রুপের প্রধান বলে পুলিশের তথ্য।
উপপরিদর্শক কামাল বলছেন, সানার বিরুদ্ধে সাতক্ষীরা ও নওঁগায় চারটি হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে।
তিনি বলেন, সানা ও তার দুই সহযোগী সকালে একটি মোটর সাইকেলে করে যাওয়ার সময় চারাবটতলার টহল পুলিশ তাদের থামতে বলে।
“তারা না থেমে পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালালে মোটর সাইকেল চালক সানা গুলিবিদ্ধ হয়; বাকিরা পালিয়ে যায়।”
সানাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানালেও তাদের নাম বলেননি কামাল।
তিনি বলেন, “বাকি দুজনকে ধরতে অভিযান চলছে।”
ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি ছাড়াও একটি শাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে এসআই কামাল জানান।
দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গী দমনে সাঁড়াশি অভিযানে শুক্রবার সকাল থেকে সাতক্ষীরায় ৩৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
Be the first to comment on "সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে ‘চরমপন্থি’ নিহত"