শিরোনাম

সানি লিওনের বিরুদ্ধে মানহানির মামলা

নিউজ ডেস্ক : বলিউড তারকা ও সাবেক পর্নোস্টার সানি লিওনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক পূজা নামের নারী। কিন্তু কে এই পূজা মিশ্র? সানিকে তো সবাই জানেন, চেনেন। কিন্তু এই পূজা কোথা থেকে উদয় হলেন?
কলকাতার গণমাধ্যমে বলা হয়েছে, পূজা মিশ্র ‘বিগ বস’এর পঞ্চম সংস্করণে অংশ নিয়েছিলেন। এ হেন পুজা সানির বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে একশো কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। কিন্তু কেন? পূজার বক্তব্য, ‘বিগ বস ৫’ চলাকালীন সানি ইচ্ছাকৃতভাবেই তাকে অপমান করেছিলেন।

তিনি ‘বিগ বস ৫’-এর একজন জনপ্রিয় প্রতিযোগী। সানি অনেক পরে এই শোয়ে অংশ নেন। পূজার বক্তব্য, সানি সংবাদপত্রে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন। পূজা মনে করছেন, বিদ্বেষ ও হিংসার দ্বারা তাড়িত হয়েই এ হেন আচরণ করেছেন সানি। তার বিরুদ্ধে সানির বিরূপ সাক্ষাৎকারের প্রেক্ষিতে জনমানসে পূজার ভাবমূর্তিও নষ্ট হয়েছে।

basic-bank

Be the first to comment on "সানি লিওনের বিরুদ্ধে মানহানির মামলা"

Leave a comment

Your email address will not be published.


*