নিউজ ডেস্ক : সাভারে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের শ্যামলী সিএনজি ফিলিং ষ্টেশন ও সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)’র সামনে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, এদিন ভোর রাতে ওই ফিলিং ষ্টেশনের সামনে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পড়নে ছিল কালো প্যান্ট, গেঞ্জি ও সোয়েটার।
অপরদিকে, একই দিন সকালে বিপিএটিসি’র সামনে থেকে মোসলেম আলী খাঁন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি সাভারের আনন্দপুর সিটিলেন এলাকায় বসবাস করতেন
পুলিশ জানায়, ওই ২ ব্যক্তির কিভাবে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Be the first to comment on "সাভারে ২ লাশ উদ্ধার"