নিউজ ডেস্ক : অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল আগামী দুই বছরের জন্য ইউনেস্কো আমির জাবের আল আহমদ আল সাবাহ পুরস্কার সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের (বিএনসিইউ) চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিনন্দন জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ইতিমধ্যে অটিজম বিষয়ক পরিস্থিতি উন্নয়নে অবদান রেখে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের সম্মানজনক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুল দেশের জন্যেও বিরাট সম্মান বয়ে এনেছেন।
পৃথক বিবৃতিতে বিএনসিইউ এর মহাসচিব ও শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন এবং বিএনসিইউ এর সচিব মো. মনজুর হোসেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছেন।
Be the first to comment on "সায়মা ওয়াজেদকে বিএনসিইউ’র চেয়ারম্যানের অভিনন্দন"