নিউজ ডেস্ক : এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেল টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রাক স্থান নির্বাচনীর শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের দুর্দান্তভাবেই টিকিয়ে রাখলো জিমি-চয়নরা।
শনিবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে মিলনের ফিল্ড গোলে ১-০ তে লিড পায় লাল-সবুজের হকি দল। ২৯ মিনিটে ফিল্ড গোল থেকে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার। ৩৭তম মিনিটে ফিল্ড গোলে রাসেল মাহমুদ জিমি ব্যবধান ৩-০ করেন। ৪৮ মিনিটে চয়ন পেনাল্টি কর্ণার থেকে সিঙ্গাপুর বক্সে বল ঠেলে দলীয় ব্যবধান ৪-০ তে এনে দিলে ম্যাচ থেকেই ছিটকে যায় সিঙ্গাপুর।
এরপর ৫০ মিনিটে পুষ্কর মিমো, ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার এবং ৬৬ ও ৬৯ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্ণারের গোলে ৮-০ এর বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলংকা অথবা স্বাগতিক হংকং এর মধ্যে জয়ী দল।
Be the first to comment on "সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ"