শিরোনাম

সিরিয়ায় যৌথ বিমান হামলায় নিহত ৪৭

নিউজ ডেস্ক : সিরায়ার পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা একটি শহরকে মুক্ত করতে সিরীয় ও রুশ বাহিনীর যৌথ বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন বেসামরিক লোক। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার দেশটির দিয়ার আজ জোর প্রদেশের আল কোরাইহ শহরে এই হামলার ঘটনা ঘটে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বারাত দিয়ে আন্তর্জাতক সংবাদমাধ্যমগুলো জানায়।

সংস্থাটির প্রধান আবদেল রহমান জানান, নিহতদের মধ্যে ৩১ বেসামরিক লোকের পরিচয় শনাক্ত করা গেছে। তবে এদের মধ্যে ১৬ জন বেসামরিক লোক নাকি আইএস জঙ্গি এ বিষয়ে সংশয় রয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে দেশটিতে সন্ত্রাস ও জঙ্গি দমনের নামে রুশ বাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমথর্ন দিয়ে সিরীয় বাহিনীর সঙ্গে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সিরিয়ায় যৌথ বিমান হামলায় নিহত ৪৭"

Leave a comment

Your email address will not be published.


*