নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘিরে চলা অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি পর্যবেক্ষক দল। শুক্রবার রাতে সেনাবাহিনীর পর্যবেক্ষক দলটি ঘটনাস্থলে পৌঁছায়। এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, শিববাড়ি এলাকার পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে পাশের ভবন থেকে ২২ জনকে বাড়ি ছেড়ে নিরাপদে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় পৌঁছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। সোয়াত ঘটনাস্থলে পৌঁছানোর পরই অভিযানের পরিকল্পনা শুরু হয়েছে। এর আগে এই সোয়াত সদস্যদের আসার আহ্বান জানিয়েছিল ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গি সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বানের জবাবে দুপুর দেড়টার পর এক নারী উচ্চকণ্ঠে বলেন, তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।
Be the first to comment on "সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে সেনাবাহিনীর পর্যবেক্ষক দল"