শিরোনাম

সিলেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : সিলেটের জিন্দাবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে এক তরুণকে। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে জিন্দাবাজার এলাকার কাস্টম কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মিসবাহ উদ্দিন (১৮)। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের চণ্ডীপুর। ঘটনাস্থলে পুলিশসহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) একটি দল অবস্থান নিয়েছে।

পুলিশ সূত্র জানায়, ব্যস্ত এলাকায় হঠাৎ আক্রমণের শিকার হন মিসবাহ। তার বাঁ দিকের কান বরাবর ধারালো অস্ত্র দিয়ে একটি কোপ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় জিন্দাবাজার এলাকায় রাতের পালায় কর্তব্যরত পুলিশের দল ও প্রত্যক্ষদর্শীরা মিসবাহকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সিলেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*