নিউজ ডেস্ক : দুঃখেই হোক আর আনন্দেই হোক, এ বছর একা একা সুইজারল্যান্ড ঘুরতে গিয়েছিলেন বলিউড তারকা রণবীর সিং। বেশ কয়েকদিন সেখানে ছিলেন তিনি। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য সারা বিশ্বেই খ্যাতি আছে দেশটির। রণবীরও সুইজারল্যান্ডের নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন।
জুরিখে স্কি, লুসার্নে সুইস মিউজিয়াম অফ ট্রান্সপোর্টে স্কাই জাম্প, মাউন্ট পিলাটাসের বরফে স্কি, ইন্টারলাকেনে প্যারাগ্লাইডিং ও স্কাইডাইভিং, যা যা পেরেছেন সব করেছেন। নিয়ম করে সেসব কীর্তিকলাপের ছবি আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আর তাতেই বাজিমাত করলেন। ২০১৭ সালের জন্য সুইজারল্যান্ডের পর্যটন প্রচারে দূত করা হয়েছে তাকে। সুইৎজারল্যান্ড পর্যটন বিভাগের পরিচালক ক্লডিও জেম্প এবং উপপরিচালক রীতু শর্মা এ খবরের সত্যতা শিকার করেছেন।
সুইজারল্যান্ডের পর্যটন দূত রণবীর সিং

Be the first to comment on "সুইজারল্যান্ডের পর্যটন দূত রণবীর সিং"