নিউজ ডেস্ক : ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক বিরাট কোহলিকে অন্তত তেমনটা বলা যাবে না। শনিবার মোহালিতে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। প্রকাশ্যেই ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন স্টোকসের সঙ্গে বিতণ্ডা হল তার।
রবীন্দ্র জাদেজার বলে এগিয়ে এসে মারতে গিয়েছিলেন স্টোকস। বল ফসকে গেল। তাকে স্টাম্প আউট করলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা পার্থিব প্যাটেল। মাথা নিচু করে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছিলেন স্টোকস। কিন্তু সে সময় বিরাট কোহলিকে দেখা গেল, তাকে লক্ষ্য করে কী একটা বলছেন। প্রথমে তেমন গুরুত্ব দেননি স্টোকস। পরে বিষয়টি অন্যদিকে মোড় নিতে থাকে। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন আম্পায়ার। তার মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্বে আসে।
স্টোকসকে হঠাৎ কেন কটূক্তি করতে গেলেন বিরাট, তা পরিষ্কার নয়। ভারত অধিনায়কের এই আচরণ সবার নজরে পড়ে যায়। শোনা যায়, ইংল্যান্ড শিবির বিষয়টি নিয়ে ম্যাচ রেফারিকে নালিশ করতে পারে। কিন্তু এখন পর্যন্ত ম্যাচরেফারির দ্বারস্থ হয়নি ব্রিটিশ শিবির।
স্টোকসের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহেলি

Be the first to comment on "স্টোকসের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহেলি"