শিরোনাম

স্যামুয়েলসের জরিমানা

নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন করার পেছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি দলের ওপেনার মারলন স্যামুয়েলস। ভারতে অনুষ্ঠিত এই আসরের ফাইনালে ৬৬ বলে ৯টি চার এবং ২টি ছয়ের মারে ৮৫ রানে অপরাজিত থাকেন। বিনিময়ে ম্যাচ সেরার পুরস্কারটি নিজের করে নিয়েছেন তিনি। তবে ম্যাচ সেরার স্বীকৃতি যেমন পেয়েছেন তেমনি আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তিও পেতে হয়েছে স্যামুয়েলসকে। ফলে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তার।

আইসিসি এলিট প্যানেল তাকে এই জরিমানা করেছে। যে প্যানেলে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ছাড়াও আম্পায়ার কুমার ধর্মসেনা ও রড টাকার, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ছিলেন।

যে ঘটনার জন্য এই মারকুটে ব্যাটসম্যানকে জরিমানা করা সেটি ছিলো ম্যাচের শেষ ওভারের ঘটনা। বল করছিলেন ইংলিশ বোলার বেন স্ট্রোক আর এ সময় নন স্ট্রাইকে থাকা স্যামুয়েলস নাকি স্ট্রোককে উদ্দেশ করে আক্রমণাত্মক কথা বলেন। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা এই অভিযোগ স্যামুয়েলস মেনে নেওয়ায় এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি২০ শিরোপা। এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে ফাইনালে স্বাগতিকদের হারিয়ে শিরোপা অর্জন করে তারা। কাকতালীয় হলেও সত্যি যে, সেই ম্যাচেও ৫৫ বলে ৭৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার নেন স্যামুয়েলস।

basic-bank

Be the first to comment on "স্যামুয়েলসের জরিমানা"

Leave a comment

Your email address will not be published.


*