নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী হলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে প্রধান মন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রার মিছিলে বংশাল মোড়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে।
এদেরে মধ্যে গুরুতর আহত হয়েছেন অর্থনীতি বিভাগের মিথুন রয়। তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের শহীদ মীনার চত্ত্বরে জড় হতে থাকে। পরে সেখান থেকে তারা মিছিল বের করে পুরা ক্যাম্পাস মোহড়া দেয়। এরপর তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বাহিরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তবে তাদের অতিক্রম করে আন্দোলন করারীরা রায়সাহেব বাজার মোড়ে পৌছালে পুলিশ বেরিগেট দেয়। পরে পুলিশের বেরিগেট ভেঙ্গে তারা মিছিল নিয়ে অগ্রসর হলে তাদের আবারও নয়াবাজর মোড়ে বেরিগেট দেয়া হয় । আন্দোলন করীরা সে বেরিগেটও ভেঙ্গে যখন বংশাল মোড়ে পৌছায় তখন পুলিশ সামনে থেকে রাবার বুলেট ছোড়ে এবং পেছন থেকে টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আন্দোলন করীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে।
এখন তারা নয়াবাজার মোড়ে আবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। এতে বুবুবাজার, সদরঘাট এবং গুলিস্থান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে মিডফোর্ড হসপিটাল এবং সিএমএম কোর্টের অনেকে। আন্দোলনকারীদের পুলিশ বেরিগেট দিয়ে নয়া বাজার মোড়েই আটকে রেখেছে।
নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গা হল নির্মাণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়ার দাবিতে ১ আগস্ট থেকে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক যুগ পেরিয়ে গেলেও একজন শিক্ষার্থীর জন্যও আবাসন ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। বার বার মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে। তাই এবার তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়। তাদের দাবি সদ্য সাবেক কেন্দ্রীয় কারাগারের ২৩ একর জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দিয়ে সেখানে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর নামে হল নির্মাণের মাধ্যমে জবি শিক্ষার্থীদের জন্য আবাসন সমস্যা সমাধান করা হোক।
Be the first to comment on "হলের দাবিতে উত্তাল জবি ॥ পুলিশি বাধায় আহত ৫০"