শিরোনাম

হাফিজ সাইদের পুত্রের বক্তব্যে সন্ত্রস্ত ভারত!

নিউজ ডেস্ক : কাশ্মীরের লড়াই থেকে পিছু হটবে না জামাত-উদ-দাওয়া। জঙ্গি গোষ্ঠীগুলিকে এবার এভাবেই উস্কে দিল জামাত-উদ-দাওয়ার নতুন মাথা হাফিজ তালহা সাইদ ভারতীয় গণমাধ্যম এখবর প্রকাশ করেছে। মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদকে গৃহবন্দি করায়, জামাতের ব্যাটন ধরে এবার এমনই ‘বিষ’ ছড়াতে শুরু করল তালহা সাইদ।

সম্প্রতি একটি জনসভায় হাজির হয়ে ভারতের বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে হাফিজ সাইদ পুত্র। তালহার কথায়, কাশ্মির ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাইছে পাকিস্তান। শুধু তাই নয়, কাশ্মীরের জন্য যারা লড়াই করে, তারা জঙ্গি নয় বলে দাবি করেছে তালহা।

আর এই ভিডিও থেকেই পরিষ্কার, বাবার জায়গায় এবার কাশ্মীরে জঙ্গিদের মাথা হয়ে বসতে শুরু করেছে তালহা। হাফিজ সাইদকে গৃহবন্দি করলেও,পাকিস্তান যে ভারত বিরোধিতা থেকে একেবারেই পিছু হঠতে রাজি নয়, তা স্পষ্ট করে দিয়েছে তালহা সাইদ।

প্রসঙ্গত ২০১৩ সালে শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে যে হামলা হয়, ভারত মনে করে সেই হামলার মূল মাথাই ছিল তালহা সাইদ। ২০১৫ সালে উধমপুরে বিএসএফ কনভয়ে হামলার ছকও ছিল তালহার। আর এবার সেই তালহাকে দিয়েই ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান। এমনটাই মনে করছে ভারত।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "হাফিজ সাইদের পুত্রের বক্তব্যে সন্ত্রস্ত ভারত!"

Leave a comment

Your email address will not be published.


*