নিউজ ডেস্ক ॥ আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) । শনিবার বিকেল পৌনে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই অভিযান ।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে জানান, অভিযান শেষ হয়েছে । পরে বিস্তারিত জানানো হবে ।
হেলেনা জাহাঙ্গীর এখন সিআইডির হেফাজতে আছেন । তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি । তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানান সিআইডি কর্মকর্তারা ।
Be the first to comment on "হেলেনা জাহাঙ্গীরের বাসায় ফের সিআইডির অভিযান"