নিউজ ডেস্ক : ‘কর্ণ-অর্জুন’-এর পর ‘হাম তুমহারে হ্যায় সনম’-এ শেষ বারের মতো দু’ জনকে এক সঙ্গে দেখা গিয়েছিল। তাও ১৪ বছর আগে। তারপর নানা কারণে আর একসঙ্গে দেখা যায়নি শাহরুখ আর সালমান খানকে।
তবে বলিউড এখন একটা খবরে উত্তাল হয়ে উঠেছে। শোনা যাচ্ছে ফের নাকি একসঙ্গে দেখা যেতে পারে এই দুই খানকে। সালমানের ‘টিউবলাইট’-এ নাকি শাহরুখকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের ব্যাপারে বলিউড বাদশাকে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যায়।
কিন্তু এ সব খবরকে নিছক ‘গুজব’ বলে খারিজ করে দিয়েছেন পরিচালক কবীর খান। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কবীর বলেছেন, “এটা একেবারেই গুজব। এরকম কিছু হলে তিনি অবশ্যই জানাবেন।”
‘টিউবলাইট’ ছবিতে এই নিয়ে তৃতীয় বার একসঙ্গে কাজ করছেন কবীর আর সালমান খান। এর আগে কবীর পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’-এ প্রধান ভূমিকায় দেখা গিয়েছে সালমানকে। আগামী বছরের ইদে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
১৪ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সালমান

Be the first to comment on "১৪ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সালমান"