শিরোনাম

২২ এপ্রিল পরবাসিনী’র মুক্তি

নিউজ ডেস্ক : অবশেষে আগামী ২২ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সায়েন্স ফিকশন ছবি ‘পরবাসিনী’।  এর আগে পরিচালক স্বপন আহমেদ ‘পরবাসিনী’ মার্চেই সিনেমা হলে মুক্তি পেতে পারে বলে জানিয়েছিলেন।

স্বপন আহমেদ বলেন, “এতদিন মুক্তির একটি সুন্দর তারিখ পাওয়র অপেক্ষায় ছিলাম। ২২ এপ্রিল আমাদের কাছে ‘পরবাসিনী’ মুক্তি দেওয়ার জন্য একটি সুন্দর তারিখ মনে হয়েছে। তাই এই তারিখে ছবিটি মুক্তি দেবো। এখন প্রচারণা কিভাবে করা যায় তার পরিকল্পনা করছি।”

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন ও রিত মজুমদার। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন সোহেল খান, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, দাউদ হোসাইন রনি, জুন মালিয়া, অপ্সরাসহ বেশ কয়েকজন বিদেশি অভিনয়শিল্পী।

প্রসঙ্গত, ২০১২ সালে ছবিটির শুটিং শুরু হয়। গত বছর অক্টোবরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘পরবাসিনী’। এর আগে এই বছরের মার্চে প্রাথমিকভাবে ছবিটি মুক্তি ঘোষণা দেওয়া হয়েছিলো।

basic-bank

Be the first to comment on "২২ এপ্রিল পরবাসিনী’র মুক্তি"

Leave a comment

Your email address will not be published.


*