নিজস্ব প্রতিবেদক : ৪ জুন থেকে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। বাজেটে ৫ শতাংশের স্থলে ১.৫ ভাগ মূসক নির্ধারণসহ তিন দফা দাবিতে মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে, গত ০৪/০৬/২০১৫ইং তারিখ জাতীয় রাজস্ব বোর্ড এসআরও নং- ১২৩-আইন/২০১৫/৭২৯-মূসক আদেশের মাধ্যমে মূল্য সংযোজনের নির্ধারিত হারের ভিত্তি বিক্রয় বাবদ প্রাপ্ত সমূদয় অর্থের শতকরা তেত্রিশ দশমিক তিন তিন ভাগ এবং নীট মূল্য সংযোজন করের হার ৩% এর স্থলে ৫% ধার্য করেছে। বিগত ৫/৬ বৎসর যাবত স্বর্ণ ও রৌপ্যের মূল্য আন্তর্জাতিক বাজারে লাগামহীনভাবে বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার ফলে জুয়েলারী ব্যবসায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। ক্রেতা সাধারণ মূল্য বৃদ্ধির ফলে অলংকার ক্রয়ের পরিমান বহুলাংশে কমিয়ে দিয়েছে। তিনি বলেন, আমাদের দেশে বর্তমানে আরোপিত ভ্যাট অনুযায়ী একজন ক্রেতা ১০ লক্ষ টাকার স্বর্ণালংকার ক্রয় করলে তাকে ৫০ হাজার টাকা ভ্যাট প্রদান করতে হয়, অন্যদিকে পাশর্^বর্তী দেশ থেকে ১০ লক্ষ টাকার স্বর্ণালংকার ক্রয় করলে মাত্র ১০ হাজার টাকা ভ্যাট প্রদান করতে হবে। ফলশ্রুতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে জুয়েলারী শিল্পের উপর।
তিনি আরও বলেন, আমরা আশংকা করছি সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেটে জুয়েলারী খাতে মোট বিক্রয়ের উপর ১৫% ভ্যাট আরোপ করতে পারে। যা এদেশে জুয়েলারী ব্যবসায়ীরা কোন দিন মেনে নিবে না। তিনি কর্মসূচী তুলে ধরে বলেন, আগামী ৪ জুন থেকে বাংলাদেশের সকল জুয়েলারী দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ৫ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এদিন প্রত্যেক জেলা শহরের ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে।
Be the first to comment on "৪ জুন থেকে সব জুয়েলারি দোকান বন্ধ"