নিউজ ডেস্ক: চার বছরে বয়সেই মাকে রান্নাঘরে ব্যস্ত দেখে তারও সাধ জেগেছিল হাতা-খুন্তি নিয়ে কারবার করার। এমন ইচ্ছা প্রায় সব বাচ্চারই জাগে। কিন্তু নিহাল রাজ রান্নাবান্নাকে সেই বয়সেই সিরিয়াসলি নিয়ে ফেলেছিল।
সেই থেকে আজ, নিহাল কেবল অকুতোভয়ে রান্নাই করে না, সে রেসিপি উদ্ভাবন করে। আবার, ওস্তাদ শেফদের কাছে সেই রেসিপি গোপনও রাখতে চায়। নিহালের বাবা রাজাগোপাল ভিকে গণমাধ্যমকে জানিয়েছেন, তারা রন্ধনরত নিহালের একটি ভিডিও মজা করেই ফেসবুকে আপলোড করেন। সেটা দেখে অনেকেই বলেন, নিহালের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল চালু করতে। একটি কাস্টিং এজেন্সি ফেসবুকে তার ম্যাঙ্গো আইসক্রিম তৈরির ভিডিও দেখে তার রাইট কিনতে চায়। আর ফেসবুক সেই ভিডিও বাবদ ২০০০ ডলার দাবি করে।
বলাই বাহুল্য সেই টাকার একটা বড় অংশ নিহালের পকেটে আসে। মানুষ ক্ষুদে হলেও মনটা কিন্তু তার অনেক বড়। অর্জিত টাকার বড় একটা অংশ নিহাল দান করেছে কেরলের অটিস্টিক বাচ্চাদের চিকিৎসার কাজে।
Be the first to comment on "৬ বছর বয়সেই সেলিব্রিটি শেফ!"