শিরোনাম

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আহসানুলকে অব্যাহতি

নিউজ ডেস্ক : অবশেষে ইসলামী ব্যংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মে) ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে পরিচালনা পর্ষদের বোর্ড সভায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া সভায় রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আব্দুল মাবুদকেও সরিয়ে দেওয়া হয়েছে। এ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মোহাম্মদকে আফজালকে। তবে পদ থেকে সরিয়ে দেওয়া হলেও অধ্যাপক সৈয়দ আহসানুল আলম ও মো. আব্দুল মাবুদ এখন থেকে ব্যাংকের সাধারণ পরিচালক হিসেবে কাজ করবেন।
ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখন থেকে একজনই ভাইস চেয়ারম্যান থাকবেন।’
এর আগে সকালে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ইসলামী ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ২০১৬ সালের জন্য ঘোষিত নগদ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন সাধারণ শেয়ারহোল্ডাররা। এজিএম’এ সৈয়দ আহসানুল আলমসহ বেশ কয়েকজন পরিচালক অনুপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আহসানুলকে অব্যাহতি"

Leave a comment

Your email address will not be published.


*