নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে সন্দেহভাজন একব্যক্তি নিহত হওয়াকে কেন্দ্র সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১২ পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার স্থনীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। আজ বুধবার শার্লট ম্যাকলেনবার্ক শহরের পুলিশ বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
পুলিশ দাবি করছে, পুলিশের গুলিতে সন্দেহভাজন সশস্ত্র একব্যক্তিকে নিহত হয়েছেন। যিনি অস্ত্রবহন সড়ক দিয়ে হাঁটছিলেন। তবে পুলিশের দাবি প্রত্যাখান করে স্থনীয় জানায়, নিহতব্যক্তি অস্ত্রধারী ছিলেন না। পরে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। আর এতে ১২ পুলিশ কর্মকর্তা আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি অস্ত্রধারী ছিলেন না। তিনি তার স্কুলে পড়ুয়া ছেলের জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন বলে জানান স্থানীয়রা।
ক্যারোলিনায় সহিংসতায় ১২ পুলিশ আহত

Be the first to comment on "ক্যারোলিনায় সহিংসতায় ১২ পুলিশ আহত"