খালেদার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে ১ জুন

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ১ জুন পুনর্নির্ধারণ করেছেন আদালত। হাইকোর্টের নির্দেশে নতুন আদালতে বদলির পর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে।

প্রথম দিনে মঙ্গলবার (২৩ মে) ৩৪২ ধারায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে খালেদা উপস্থিত না হয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন জানান। আবেদনে খালেদার অসুস্থতা ও মামলাটির পুনঃতদন্ত চেয়ে সর্বোচ্চ আদালতে তার আপিল শুনানির অপেক্ষাধীন থাকার কারণ দেখানো হয়।

পরে আদালত ১ জুন দিন পুনর্নির্ধারণ করেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটির বিচারিক কার্যক্রমও উচ্চ আদালতের নির্দেশে বদলি হয়ে এ আদালতেই চলবে। ১ জুন এ মামলায়ও খালেদার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়। মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন সাক্ষী। জামিনে থাকা দুই আসামি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "খালেদার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে ১ জুন"

Leave a comment

Your email address will not be published.


*