শিরোনাম

গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মিয়ার বিরুদ্ধে তার স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম নুশরাত জাহান টুম্পা (৩০)। সোমবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টুম্পা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মেয়ে। কাউন্সিলর সোলায়মান তার স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার উত্তরায় কয়েক বছর ধরে বসবাস করছেন।

ঢাকা উত্তরার পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই ) শাহেদ পারভেজ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ রয়েছে। ঘটনাটি হত্যা কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে।

টুম্পার বাবা নজরুল ইসলামের অভিযোগ, ১২ বছর আগে সোলায়মান মিয়ার সঙ্গে টুম্পার বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর থেকে বিভিন্ন সময় টুম্পাকে নির্যাতন করতো সোলায়মান। সোলায়মানের মাদকের নেশা ও নারী সংক্রান্ত সমস্যা তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো।

রবিবার বিকালে সোলায়মান, টুম্পা ও তার ভাই সাঈদ স্ত্রীসহ বসুন্ধরা এলাকায় বেড়াতে যান। এসময় মোবাইলে অন্য একটি মেয়ের ছবি দেখে সোলায়মানের সঙ্গে টুম্পার কথা-কাটাকাটি হয়। রাতে সোলায়মান ও টুম্পাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে ভাই সাঈদ তার স্ত্রীকে নিয়ে চলে আসে। তাদের সন্তান নাফি (৮) উত্তরায় তার নানা নজরুল ইসলামের বাসায় ছিল। রাতের কোনও একসময় টুম্পাকে নির্যাতন করে হত্যার পর সোলায়মান বাসা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে কাজের বুয়া বাসায় দরজা বন্ধ দেখে টুম্পার মার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন।

খবর পেয়ে তারা বাসায় এসে জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এসময় তারা খাটের ওপর টুম্পার দেহ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুম্পাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সোলায়মান পলাতক রয়েছেন।

স্বজনদের দাবি, টুম্পার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*