শিরোনাম

জনপ্রিয়তায় ওবামা, মার্কেলের থেকেও এগিয়ে নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক : আরও একবার প্রমাণিত হল, যে এখনও নরেন্দ্র মোদীতেই ভরসা রাখছে ভারত। ৮১ শতাংশ মানুষ চান মোদীকেই। যদিও ২০১৫ তে এই পরিসংখ্যান ছিল ৮৭ শতাংশ। সম্প্রতি, ‘প রিসার্চ সেন্টার’-এর এক সার্ভেতে এই তথ্য উঠে এসেছে। এই সমীক্ষা প্রসঙ্গে সংস্থার এক কর্তা জানিয়েছেন, ওবামা কিংবা অ্যাঞ্জেলা মার্কেলের মত তাবড় বিশ্বনেতাদের থেকেও ভালো অবস্থানে রয়েছে নরেন্দ্র মোদী। অন্যদিকে, নরম মনোভাবে আর বিশ্বাস করছে না ভারত। বিশ্বের কাছে একটা কঠিন শক্তি হিসেবেই পরিচিত হতে চাইছে ভারতীয়রা। দেশের ৬২ শতাংশ মানুষ চান বিপুল সামরিক শক্তি দিয়েই ঠেকাতে হবে সন্ত্রাস। একইসঙ্গে প্রায় ৬৩ শতাংশ ভারতীয় চান, আরও খরচ বাড়ানো হোক প্রতিরক্ষায়।

তবে ২০১৫-র ২০১৬ তেও সাম্প্রদায়িক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে কম নম্বর পেয়েছেন মোদী। তবে অর্ধেকেরও বেশি মানুষ মোদীর নীতিতে আস্থা রাখছেন এখনও। ৫৬ শতাংশ মানুষ মনে করে মোদী তাদের কথা ভাবেন। ৫১ শতাংশ মনে করে মোদী যা বিশ্বাস করেন, সেটাই করেন। ৫৪ শতাংশ মানুষ মনে করেন সাম্প্রদায়িকতা এদেশের সবথেকে বড় সমস্যা। সেইসঙ্গে ৫২ শতাংশ মনে করেন ভারতের জন্য সবথেকে বড় হুমকি ইসলামিক স্টেট। আরও দেখা যাচ্ছে, ১০ জনের মধ্যে ৭জন ভারতীয় মনে করেন বায়ুদূষণ দেশের অন্যতম বড় সমস্যা।

অন্যদিকে, চিনের প্রতি ভালোবাসা কমেছে ভারতীয়দের। গত বছরের তুলনায় ১০ শতাংশ কম মানুষ চিন-প্রীতি প্রকাশ করেছেন। ৪৮ শতাংশ মানুষ মনে করে চিন-পাকিস্তানের সুসম্পর্ক ভারতের জন্য একটা বড় সমস্যা। ৬৯ শতাংশ মানুষ মনে করে চিনের বর্ধিষ্ণু সামরিক শক্তি ভারতের জন্য ভয়ঙ্কর। ৪৬ শতাংশ মনে করে এটা খুবই সিরিয়াস ইস্যু। ভারতের সঙ্গে চিনের বিতর্কিত অংশ নিয়ে চিন্তিত ৬৯ শতাংশ ভারতীয়। এছাড়া ৮২ শতাংশের মতে অপরাধ, ৮১ শতাংশের মতে বেকারত্ব, ৮০ শতাংশের মতে দুর্নীতি, ৭৮ শতাংশের মতে সন্ত্রাস ভারতের সবথেকে বড় সমস্যা।

basic-bank

Be the first to comment on "জনপ্রিয়তায় ওবামা, মার্কেলের থেকেও এগিয়ে নরেন্দ্র মোদী"

Leave a comment

Your email address will not be published.


*