নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ সদস্যের ক্রিকেটার সহ কোচিং স্টাফ মিলিয়ে মোট ২৫ জন আসেন।
অতিথি দল আজ বিশ্রাম শেষে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে আফগানরা। পরদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইমরুল কায়েস, সাব্বির রহমানদের নিয়ে গড়া বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দলটি।
দলটির অধিনায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আসগর স্টানিকজাই। উইকেটরক্ষক হিসেবে থাকছেন মোহাম্মদ শাহজাদ। এছাড়া মোহাম্মদ নবী, দৌলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে।
বাংলাদেশের বিপক্ষে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবারাত্রির। এই সিরিজ দিয়ে ১০ মাস পর ওয়ানডেতে খেলতে নামবে টাইগাররা।

Be the first to comment on "ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল"