নিউজ ডেস্ক ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে রোববার (১৯ অক্টোবর) দিনব্যাপি নড়াইল শহরে লিফলেট বিতরণ, ধানের শীষের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুরূপ কর্মসুচি ৯৪ নড়াইল-২ এলাকার নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম, পাড়া মহল্লা, হাট-বাজার ও অধিক সংখ্যক জনসমাগমস্থলে পূর্ব থেকেই পালন করে আসছেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি মো: ফরিদ হোসেন বিশ্বাস, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রূপরেখা প্রচারে শাহরিয়ার রিজভী জর্জ

Be the first to comment on "তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রূপরেখা প্রচারে শাহরিয়ার রিজভী জর্জ"