নিউজ ডেস্ক : গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। আর এই লক্ষ্য অর্জনে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। যদি কোনও বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টি করতে না পারে, জনগণের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে না পারে তাহলে বিশ্ববিদ্যালয় দিয়ে কী হবে? আর কেন আমরা জনগণের অর্থ বিশ্ববিদ্যালয়ে দেবো?’
বুধবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যায়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৬৮ শিক্ষার্থীর হাতে তিনি স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
স্বর্ণপদপকপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আজকে সম্মনিত হলেন, তারা সামনের সারির অগ্র-সৈনিক। আপনি জ্ঞান চর্চা করে, নতুন জ্ঞান কাজে লাগানোর দক্ষতা অর্জন করে আরও ১০জনকে প্রস্তুত করবেন। আবার শুধু জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, প্রযুক্তি দিয়ে মাথা ভর্তি করে রাখলে চলবে না। অবশ্যই মনে রাখতে হবে, আমদের নতুন প্রজন্মকে সততা, নিষ্ঠা, জনগণের প্রতি দায়বদ্ধতা, নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজনউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অ্যধাপক চৌধুরী সারওয়ার জাহান।
অনুষ্ঠানে ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, তিনজনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও একজনকে ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়। মাস্টার্স বা এমবিবিএস পরীক্ষায় অনুষদে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকারীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শন বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারীকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস (শেষ বৃত্তিমূলক, নিয়মিত) পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বরসহ চিকিৎসা অনুষদে প্রথম স্থান অধিকারীকে ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়।

Be the first to comment on "‘নতুন জ্ঞান সৃষ্টি করতে না পারলে বিশ্ববিদ্যালয় দিয়ে কী হবে?’"